সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
সোমবার ১৭ মার্চ ২০২৫
‘জয় বাংলা বাংলার জয়’ গানে ছাত্রী নাচায় প্রধান শিক্ষককে শোকজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৯ PM
কালুখালীতে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘জয় বাংলা বাংলার জয়’ গানের সঙ্গে এক ছাত্রীর নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) নাচের এক‌টি ভিডিও ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রিজাউল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার।

এর আগে মঙ্গলবার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দেওয়ালী বথুনদিয়া পাঁচুরিয়া (ডি বি পি) উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘ‌টে। এদি‌কে ১ মি‌নিট ২৩ সেকেন্ডে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে আলোচনার ঝড় উঠেছে।

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, দেওয়ালী বথুনদিয়া পাঁচুরিয়া (ডি বি পি) উচ্চ বিদ্যালয়ে ১১ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্র-জনতার বিপ্লবের সঙ্গে অসংগতিপূর্ণ গানে নৃত্য পরিবেশন করা হয়। যা ছাত্র-জনতার বিপ্লবকে হতাশ করেছে। এ কার্যকলাপে কেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সেটি জানাতে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠা‌নের মঞ্চে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী‌দের উপ‌স্থি‌তিতে সাউন্ড বক্সে বাজছে ‘জয় বাংলা বাংলার জয়’। এ গানের সঙ্গে এক ছাত্রী জাতীয় পতাকা হাতে নাচ‌ছে। এ সময় গানের মধ্যে কয়েক সেকেন্ডের জন‌্য শেখ মুজিবুর রহমানের ভাষণের অংশ বাজতে শোনা যায়।

কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মহুয়া আফরোজ বলেন, বিদ‌্যাল‌য়ে সাউন্ড বক্সে ‘জয় বাংলা বাংলার জয়’ গান বাজানোর বিষয়টি আমি শুনেছি। এ বিষ‌য়ে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত