টঙ্গীর তুরাগ নদের তীরে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বাদ আসর থেকে নিজামউদ্দিন মারকাজ অনুসারীদের তত্বাবধানে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দলে দলে ময়দানে উপস্থিত হচ্ছেন দেশ বিদেশের মুসল্লীরা।
পাকিস্তানের মাওলানা মোঃ হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। এই তথ্য নিশ্চিত করেছেন নিজামউদ্দিন মারকাজের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০ টায় ময়দানে খিত্তায় খিত্তায় তালিম শুরু হয়েছে বিদেশে সাথীদের জায়গায় আলাদা আলাদা ভাষায় তালিম হয়েছে। যোহরের নামাজের পরে আগত সাথীদের উদ্দেশ্যে বয়ান করেন মাওলানা মোশাররফ সাহেব।
বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইয়াকুব সিলানী। তরজমা করবেন বাংলাদেশের মাওলানা মনির বিন ইউসুফ সাহেব।
ইজতেমার সার্বিক নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড: নাজমুল করিম খান।
তিনি বলেন, প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে। ইজতেমায় আগত মুসল্লীদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের কর্তব্য। কোন অপ্রিতীকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে মোনাজাতের দিন বিআরটি ফ্লাইওভার ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত থাকবে।