সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
সোমবার ১৭ মার্চ ২০২৫
শিবিরের ‘টাকার উৎস’ জানতে চায় ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৯:২১ PM
ইসলামী ছাত্রশিবিরের এত টাকা কোথা থেকে আসে- এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। 

আজ শুক্রবার (৭ মার্চ) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।

ছাত্রদল সভাপতির অভিযোগ, সম্প্রতি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে খবর প্রচার করা হচ্ছে। বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির নেতা সারসিজ আলমে সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তথ্য সংগ্রহ করছে ছাত্রদল। এগুলো পর্যালোচনা করে দেখা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ওই ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মীর সম্পর্ক নেই বলে প্রাথমিক তথ্যে পেয়েছি।

ছাত্রদল সম্পাদক বলেন, আমারা গণমাধ্যমে ছাত্রশিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ-ইফতার  কর্মসূচিতে ৩ লাখ টাকা ব্যয় করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তারা এত টাকা কিভাবে উপার্জন করছেন। তাদের আয়ের উৎস কী? একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে ৯০ লাখ টাকা কোথায় পাচ্ছে এই আমরা গণমাধ্যমের মাধ্যমে শিবিরের কাছে জানতে চাই।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত