মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৪ চৈত্র ১৪৩১
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
চোরকে আটক করে জানা গেল ধ'র্ষণের পর হ'ত্যার ঘটনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৮:১৫ PM আপডেট: ১১.০৩.২০২৫ ৫:১৪ AM
গভীর রাতে ট্রেন থেকে নামিয়ে কয়েকবার ধর্ষণের পর তরুণীকে হত্যা করে রেল লাইনে ফেলে রেখে পালিয়ে যায় খুনি। মৃতদেহের উপর দিয়ে ট্রেন চলে গেলে লাশ ক্ষত বিক্ষত হয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করলে তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। 

খুনি শুধু ধর্ষণই করেনি ধারালো অস্ত্র দিয়ে যৌনাঙ্গ, স্তন কেটে ফেলে। মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা নিশ্চিত করে। এই নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন হত্যাকারী রিফাত বিন সাজ্জাদ (২৩)। 

তরুণীকে হত্যার পর ঘুরে বেড়াচ্ছিল খুনি সাজ্জাদ এদিকে পুলিশ হন্যে হয়ে হত্যার সূত্র খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু রাতের আধারে একটি ইজিবাইক চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পরে সাজ্জাদ। পরে তার মোবাইলে ধারন করা একজন তরুণীকে বেঁধে রাখার ভিডিও চোখে পড়ে জনতার। এই ভিডিওর সূত্র ধরেই বেরিয়ে আসে তরুণী হত্যার চাঞ্চল্যকর রহস্য।


পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, গত ১৪ জানুয়ারি জেলার আটোয়ারী উপজেলার কিসমত এলাকায় রেললাইনে একটি অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। হত্যাকাণ্ড হলেও এ ঘটনার রহস্য উদঘাটন করতে পারছিলো না পুলিশ। থানায় অপমৃত্যু মামলা হয়। ঠাকুরগাঁয়ের ভুল্লি এলাকার একটি পরিবার তাদের মেয়ে মনে করে মরদেহ গ্রহণ করে দাফন সম্পন্ন করেন।

ধর্ষণ ও হত্যার লোমহর্ষক বর্ণনায় রিফাত জানায়, তার মাকে নিয়ে গালি দেয়ায় তাকে প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে যৌনাঙ্গ, স্তনসহ শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে কেটে হত্যা করা হয়। তারপর মরদেহ ফেলে দেয়া হয় রেললাইনে।

পুলিশ সুপার বলেন, ধর্ষণ ও হত্যার শিকার ওই নারীর এখনও পরিচয় পাওয়া যায়নি। আমরা তার পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছি। তবে তাকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দিনাজপুর থেকে একতা এক্সপ্রেসে পঞ্চগড়ে আসার পথে ওই নারীর সাথে আসামির পরিচয় হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত