সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
সোমবার ২৮ এপ্রিল ২০২৫
জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের খেলোয়ারকে মারধর, ‘বোতল ঘর’ ভাঙচুর
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৫:৫৮ PM
বাগেরহাটে জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান মো. ইকবাল হোসেন ও তার মাকে মারধর করেছেন প্রতিপক্ষরা। শুধু তাই নয়, প্রতিবন্ধী ইকবালের তৈরি পরিবেশবান্ধব ‘বোতল ঘর’ ভাঙচুরও করা হয়েছে।

শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী এলাকায় ইকবালের বাড়িতে এ ঘটনা ঘটে।

ইকবাল ও তার মা মোমেনা বেগমকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার বিকালে আহত ইকবাল হোসেন মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

ইকবাল হোসেন কালিকাবাড়ী এলাকার মৃত মো. ইলিয়াস খানের ছেলে।

তিনি জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাড়ির সামনে আসেন। তখন প্রতিবেশী সরোয়ার গাজী ও তার ভাই মো. কুদ্দুস গাজী পূর্ব শত্রুতার জেরে তাকে গালিগালাজ করেন। এক পর্যায়ে তার মা মোমেনা বেগম এগিয়ে আসলে, কুদ্দুস ও সরোয়ার গাজী মা-ছেলেকে বেধরক মারপিট করেন। মারধরে ইকবালের হাত ও মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেন।

ইকবাল দাবি করেছেন, মারধরের পাশাপাশি তার পরিবেশবান্ধব ঘরেও হামলা করা হয়েছে।

ইকবাল আরও জানান, তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি পরিবেশবান্ধব ঘর নির্মাণ করা। ২০২২ সালে তিনি প্লাস্টিকের বোতল দিয়ে অভিনব বাড়ি তৈরি শুরু করেন। তার এই উদ্যোগ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমাতেন, যা স্থানীয় কিছু মানুষের ঈর্ষার কারণ হয়ে ওঠে। এর জেরে গেল বছরের ৪ ডিসেম্বর সরোয়ার গাজী ও কুদ্দুস গাজীসহ ২-৩ জন তার (ইকবাল) বোতল ঘরের পাশে থাকা গাছ কেটে দেয় এবং পরিকল্পিতভাবে গাছের ডাল ঘরের ওপর ফেলে দেয়, ফলে দক্ষিণ পাশের দেয়াল ভেঙে যায়। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়। ওই ঘটনার পর ইকবাল পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। এরপর থেকে প্রতিপক্ষরা তাকে ও তার মাকে হত্যার হুমকি দিতে থাকে।

স্থানীয়রা জানান, ইকবাল প্রতিবন্ধী হলেও, তিনি একজন উদ্যমী মানুষ। তিনি প্রতিবন্ধী ক্রিকেট টিমের সদস্য এবং তার ওপর হামলা হওয়া দুঃখজনক। তারা সুষ্ঠু বিচার ও ইকবালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, আহত ইকবাল থানায় এসেছেন এবং তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত