রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
এবার কুয়েট’র শিক্ষার্থীদেরকে সংহতি জানিয়ে ঢাকা কলেজে অনশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ২:১৮ PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টা থেকে এই অনশন শুরু হয়।

অনশনরত ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, কুয়েটের শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে আমরা অনশনে বসেছি। কুয়েটের ভিসিকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কারণ তিনি সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। দাবি না মানা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।

উল্লেখ, কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছে কুয়েট শিক্ষার্থীরা। তাদের প্রতি সংহতি প্রকাশ করে ইতোমধ্যে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত