বিএনপির যুগ্ন মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বর্তমান প্রজন্ম জ্বালাময়ী বক্তব্য-হুঙ্কার, আওয়াজ পছন্দ করে না। তারা রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের থেকে সমীহভাবটা প্রত্যাশা করে। এজন্য রাজনীতিবিদদের সমীহভাব খুব প্রয়োজন।
তিনি রোববার (২৩ নভেম্বর) লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এইচ.এসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। আলফা স্টার ফাউন্ডেশন ও লক্ষ্মীপুর সোসাইটির যৌথ আয়োজিত সভায় উদ্বোধক হিসাবে তিনি উপস্থিত ছিলেন।
এ্যানী চৌধুরী বলেন, একসময় ৫ আগস্টের পূর্বে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় ছিল। তারা ভিন্ন মতাদর্শী ও দেশের সাধারণ মানুষের উপর অত্যাচার-নির্যাতন করতো। তখন মিছিল-মিটিং করেছি। সভা-সমাবেশে হুঙ্কার ও জ¦ালাময়ী বক্তব্য দিয়েছি। গণতন্ত্র, ফ্যাসিস্টের পতন ও ভোটের জন্য। এখন ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা পালিয়ে গেছে। এখন আর মানুষ রাজনীতিবিদদের কাছে ওই ধরনের বক্তব্য আশা করে না।
আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তবে সেটি আমার একার পক্ষে করা সম্ভব নয়। সমাজের সকলের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। আর এটি করতে হবে। কারন, মাদকের সঙ্গে সন্ত্রাস, চুরি-ডাকাতি জড়িত। ওই মাদক কারবারিদের সংখ্যাও বেশি নয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ্যানী চৌধুরী বলেন, সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে হবে। বাংলা-ইংরেজি ভাষার পাশাপাশি অন্যান্য ভাষায় দক্ষ হতে হবে। আন্তর্জাতিক অঙ্গণে ক্যারিয়ার গড়তে হলে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, জাপানিজ, চায়না ভাষায় দক্ষতা খুবই প্রয়োজন। এসব ভাষায় দক্ষ হতে খুব সময় বা কষ্ট হয় না। কারন, বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে। তারা অনলাইন এবং সরাসরি ভাষাগুলো শিখিয়ে থাকেন। এছাড়া ফ্রিল্যান্সিং শিখতে হবে। শহর নয় আজকাল গ্রামের অসংখ্য তরুন-তরুনি ফ্রিল্যান্সিং করে স্বাভলম্বী হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, এখানে যারা সংবর্ধনা নিতে এসেছো। সকলেই মেধাবী। তোমাদের এই সাফল্যে কঠোর পরিশ্রম ও বাবা-মা শিক্ষকদের অবদান রয়েছে। মনে রাখবে, কৃতিত্বের পর উচ্চশিক্ষা গ্রহণে তোমাদের নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব রয়েছে।
আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু সমস্যা আছে। আমরা যে শিক্ষা গ্রহণ করি, তা অনেক সময় বাস্তব জীবনে প্রয়োগ করা যায় না। শিক্ষা হতে হবে জীবনমুখী। যা সমাজ, রাষ্ট্র ও মানবিক উন্নয়নে কাজে লাগে।
লক্ষ্মীপুর সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ। সভায় আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসানের সঞ্চালনায় অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে ছিলেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুল হক, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুর রহমান, সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান ও হেলাল উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে অতিথিরা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
রাবেয়া খাতুন লুনা