চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের তিনদিন পর নিজ বাড়ির উঠান থেকে আশরাফ মিয়া (৬৪) নামে এক বৃদ্ধের মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ। নিহত আশরাফ মিয়া কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব টেমাপাড়া এলাকার মৃত ফরিদের ছেলে।
স্থানীয়রা জানান, গত তিনদিন আগে আশরাফ মিয়া বাড়ি থেকে নিখোঁজ হন। আজ সকালে নিজ বাড়ির উঠানের দক্ষিণে কমলা গাছে পানি দিতে আসলে ওই গাছের নিছে নতুন মাটি দেখে সন্দেহ হয় পরিবারের। উঠানে মাটি চাপা দেওয়া অবস্থায় লাশটির সন্ধান পায় পরিবার। পরে খবর পেয়ে উঠানের মাটি খুঁড়ে নিখোঁজ আশরাফ মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের ‘রহস্য উন্মোচন’ করতে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।