সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
ঘাটাইলে ঘোড়ার গাড়িতে ধান পরিবহন
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৮:৪২ PM
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পুর্বে এক তৃতীয়াংশ জুড়ে রয়েছে বিশাল পাহাড়ি অঞ্চল। সরেজমিনে দেখা যায়, উপজেলার ৮ নম্বর দেওপাড়া ইউনিয়নের শিবেরপাড়া-বারইপাড়া এলাকায় বিলের ধানের ফসল নিচ্ছে কৃষক ঘোড়ার গাড়ি দিয়ে। 

এলাকায় শ্রমিক সংকট থাকার কারনে এই ঘোড়ার গাড়ি দিয়ে ধান বাহন করছে প্রায় কৃষকরা। শুধু ধান বাহনের ক্ষেত্রে নয় পাহাড়ি এলাকা গুলোতে পণ্যও পরিবহন করছে তারা। এবার বি-২৮ ধানের সাথে বি-২৯ সহ হাইব্রিড ধানের ভালো ফলন হয়েছে। সোনার ফসল ঘরে উঠাতে পেরে কৃষক আনন্দিত। উৎসবমুখর পরিবেশে কৃষক ব্যস্ত ধান উঠানোর কাজে। তবে দীর্ঘদিন গৌপোচা বিলের খাল খনন না হওয়ায় কৃষক অসন্তুষ্টি প্রকাশ করেছেন।  

স্থানীয় কৃষক আসাদুজ্জামান জানান, আমরা এই ধানের জমির উপর নির্ভরশীল। বর্ষায় পানি খাল দিয়ে বের না হওয়ায় নানান সমস্যার সম্মুখীন হতে হয়। আগাম বৃষ্টি হলেও ধান তলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। অতীতে আমরা দেখেছি গরুর গাড়ি, মহিষের গাড়ি দিয়ে এসব পরিবহন করতো। কিন্তু বর্তমানে এই ঘোড়ার গাড়ি কৃষিপণ্যসহ সকল ধরনের মালামাল বাহন করা হয় পাহাড়ি এলাকায়। তাই গরুর গাড়ী ও মহিষের গাড়ি কালের বিবর্তনে প্রায় বিলুপ্তির পথে।

স্থানীয় ঘোড়ার গাড়ি চালক সবুর মিয়া ও আক্তার আলী জানান, পাহাড়ি এলাকা ও বিলাঞ্চলের মানুষের মালামাল পরিবহনসহ ব্যবসায়ীদের পণ্য আনা নেওয়ার জন্য অন্যতম মাধ্যম ঘোড়ার গাড়ি। বৃষ্টির কারণে বিলাঞ্চলের আবাদী জমির পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার সম্ভবনা দেখা দিলে শ্রমিক সংকটও দেখা দেয়। 

এ সময় ঘোড়ার গাড়ি দিয়ে ধান বাহন করা হয়। তাই ঘোড়ার গাড়ির চাহিদাও আছে। এ ঘোড়ার গাড়িতে ৩০০ থেকে ৪০০ ধানের আটি পরিবহন করা যায়। সারাদিনে আয় হয় ১৫০০-২০০০ টাকা। তা দিয়ে সংসারের খরচ বহন করেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, ঘোড়ার গাড়ি দিয়ে ধান বহন করা এটা পুরানো ঐতিহ্য বহন করে। এ ঐতিহ্য রক্ষায় ঘোড়ার গাড়ি চালকদের সার্বিক সহযোগিতা করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত