সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
খুলনায় জলবায়ু পরিবর্তন নিয়ে গোলটেবিল বৈঠক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৮:৪৭ PM
খুলনা প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে জলবায়ু পরিবর্তনজনিত অভ্যন্তরীণ অভিবাসন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন (ডিআরআর-সিসিএ) প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার  দেব প্রসাদ পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এমডি এনামুল হক এবং জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আব্দুল করিম।

সভায় স্বাগত বক্তব্য দেন কারিতাস খুলনা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মসূচি কর্মকর্তা ড. সুমন কুমার মালাকার। এরপর কুয়েটের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন খুলনা শহরে জলবায়ু পরিবর্তন অভিযোজন ও অভ্যন্তরীণ অভিবাসন সংক্রান্ত একটি গবেষণাভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রতিবেদন উপস্থাপনার পর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, অভ্যন্তরীণ অভিবাসী প্রতিনিধি, জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক এবং টেলিভিশন মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং অভ্যন্তরীণ অভিবাসীদের টেকসই সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাটি সঞ্চালনা করেন কারিতাস খুলনা অঞ্চলের ডিআরআর প্রকল্পের মিল সমন্বয়কারী মোঃ ইব্রাহীম হোসেন। বৈঠকের শেষ পর্যায়ে প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারকদের বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত