শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
‘গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমের ভূমিক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৬:৩৯ PM
মাগুরায় ‘গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

আজ বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে গুজব ও অপতথ্য রোধের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন খুলনা পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার মো.মেহেদী হাসান। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের  উপ-প্রধান তথ্য অফিসার এ এস এম কবিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল। বক্তব্য রাখেন খুলনা পিআইডি’র সহকারি তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। সেমিনারে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেন্ট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক  অংশ নেন।

সেমিনারে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কাজী আশিক রহমান, নয়া দিগন্তের মাগুরা প্রতিনিধি এড, মাসুম বিল্লাহ, সাংবাদিক শরীফ স্বাধীন,  ডিবিসির মাগুরা প্রতিনিধি ফয়সাল পাভেজ, সাংবাদিক মন্নুজান, ইউনুস আলী প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত