সাভারে শুক্কুর সিকদার (৩৪) নামে এক রংমিস্ত্রিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (৪ মে) সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত শুক্কুর সিকদার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর সিকারদার পাড়া এলাকার গিয়াস উদ্দিন গেদুর ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে বিরুলিয়ার সামাইর এলাকায় সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন।
বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবায়দুল ইসলাম বলেন, স্থানীয়রদের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখে ও গলাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, বিরুলিয়ায় রংমিস্ত্রিকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত চলছে।