বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচ দিনে ২৩ জনের সাক্ষ্যগ্রহণ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ৭:২৯ PM
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৫ম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে শুরু হয় এই বিচারিক কার্যক্রম।

৫ম দিনে আদালতে ৬ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়। তাদের মধ্যে চারজনে সাক্ষ্য গ্রহণ করা হয়। তারা হলেন মাগুরা সদর হাসপাতালের দুইজন স্টাফ নার্স, ঢামেক এর  একজন মেডিকেল অফিসার, ধর্ষক হিটু শেখের এক প্রতিবেশি। আসামিপক্ষের আইনজীবী তাদেরকে জেরা করেন।

শিশু আছিয়ার পক্ষে মামলায় অংশগ্রহনকারী  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মনিরুল ইসলাম মুকুল বলেন, আজ পর্যন্ত মোট ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল আরো ৬ জন সাক্ষিকে আদালতে উপস্থাপন করা হবে। আশা করছি এ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এ মামলার রায় সম্পন্ন হবে।

এর আগে সকালেই ঝিনাইদহ জেলা কারাগার থেকে মাগুরায় আনা হয় হিটু শেখসহ সকল আসামীকে। গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী  গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। 

এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করে। এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়। গত রোববার থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত