সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৬:১৭ PM

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা। রোববার মধ্যরাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান।

আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন সাঁথিয়া উপজেলার গ্রামীণ ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে। মুহূর্তেই আগুন পুরো সাইনবোর্ডে ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায়। এসময় ‌‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও শোনা যায়।

সাাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান গ্রামীণ ব্যাংকে আগুনের সত্যতা নিশ্চিত করে জানান, আগুন দেবার সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করিছি। এব্যাপারে থানায় মামলা রুজু হবে।  

ক্ষেতুপাড়া শাখার মিয়াপুর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুমি খাতুন জানান, দুবৃর্ত্তরা রাতে ব্যাংকের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিয়েছিল। সাইনবোর্ড পুড়িয়ে দিয়েছে। এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ছে। 


আরও সংবাদ   বিষয়:  জয় বাংলা   ক্ষেতুপাড়া   গ্রামীণ ব্যাংক   আগুন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত