সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
মাঠে শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯:৫২ PM

বাড়ির পাশের মাঠে শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। গতকাল বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের পর থেকেই অভিযুক্ত ধর্ষক মানিক (৪০) পলাতক রয়েছে। 

ভুক্তভোগীর পরিবার ও পুলিশসূত্রে জানা যায়, ঘড়িয়া গ্রামের আজিজের ছেলে মানিক একই গ্রামের মনসুরের মেয়েকে পরিত্যক্ত মেশিন ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী কিশোরীকে নিয়ে তার মা বিচার চাইতে ধর্ষক মানিকের বাড়ি গেলে মা ও মেয়েকে ধর্ষক মানিক ও তার ছেলে তাদের মেরে বাড়ি থেকে বের করে দেয়।

ধর্ষণের শিকার মেয়েটির মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে স্কুল থেকে এসে রাতে কি দিয়ে ভাত খাবে সেজন্য শাক তুলতে ক্ষেতে যায়। সেখান থেকে মানিক জোরপূর্বক তুলে পাশের শ্যালোমেশিন ঘরে নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। 

কান্নারত অবস্থায় ভুক্তভোগীর মা আরও বলেন, আমার স্বামী একজন পঙ্গু মানুষ, গাড়ি এক্সিডেন্ট করে দীর্ঘ দিন ধরে ঘরে পড়া, আমি একজন অসহায় গরিব মানুষ, আমি একজন নিঃস্ব মানুষ। আমাদের সাথে এমন হলো। আমরা বিচারও যদি না পাই। আমাদের জন্য তো এখন বেঁচে থাকাই মুশকিল হবে।

ধর্ষণের পর ভুক্তভোগী ওই কিশোরীকে চিকিৎসা ও মেডিকেল পরিক্ষার জন টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান এ বিষয়ে বলেন, ঘটনার বিষয়ে মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা করতে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মানিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


আরও সংবাদ   বিষয়:  কিশোরী ধর্ষণ   স্কুলছাত্রী ধর্ষণ   নারান্দিয়া   টাঙ্গাইলের কালিহাতী   ধর্ষণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত