বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
কক্সবাজার শহরে যুবলীগের ঝটিকা মিছিল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৮:৫৪ PM
কক্সবাজারে যুবলীগ নেতা মোনাফ সিকদারের নেতৃত্বে ঝটিকা মিছিল করেছে একদল নেতাকর্মী। মঙ্গলবার সকাল ৬টার দিকে কক্সবাজার শহরের ডলফিন মোড় থেকে সুগন্ধা পর্যন্ত এই ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যুবলীগ নেতা মুনাফ শিকদারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন তার অনুসারী আকস্মিক ডলফিন মোড়ে অবস্থান নেয়। একটি ব্যানার নিয়ে তারা ঝটিকা মিছিল শুরু করে। ঝটিকা মিছিলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এবং বর্তমান সরকার ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

এই ঝটিকা মিছিলটি ডলফিন মোড় থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়কের সুগন্ধে পয়েন্টে এসে অবস্থান নেয়। সেখানে একটি মিছিল উত্তর সমাবেশ করে। সমাবেশে প্রায় ৭ মিনিট বক্তব্য রাখেন মুনাফ শিকদার। পরে রাস্তা ঘাটে লোকজনের উপস্থিতি বাড়তে থাকলে মিছিলকারীরা দ্রুত সটকে পড়ে।

যুবলীগের পলাতক নেতাকর্মীদের কর্তৃক এই ঝটিকা মিছিলকে ঘিরে কক্সবাজার শহরজুড়ে তোলপাড় চলছে। এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে ক্ষোভ প্রকাশ করেছেন।

তারা দাবি করেছেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার অবহেলার কারণে যুবলীগ এই ঝটিকা মিছিলটি করার দুঃসাহস দেখিয়েছে। এর আগেও মুনাফ শিকদারের নেতৃত্বে শেখ হাসিনার পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছিল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, যে সময় ঝটিকা মিছিলটি করা হয়েছে তখন টহল পুলিশ থানায় ফিরে গেছে। এই সুযোগে মিছিলকারীরা মিছিলটি করার সুযোগ পেয়েছে। মুনাফ সিকদারসহ আরও যারা এই মিছিলে অংশ নিয়েছে তাদের ব্যাপারে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত