শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
চিন্ময় দাসকে আরও ৪ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৮:৫৬ PM
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরও তিন মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২৪ সালের ২৬ নভেম্বরের ঘটনায় পুলিশের করা তিনটি মামলায় এবং আইনজীবী আলিফের ভাইয়ের করা একটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে বিচারক গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এ আইনজীবী বলেন, ‘আসামির নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চিন্ময় কৃষ্ণ দাসকে এদিন জেলখানা থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত করা হয়।’

এর আগে সোমবার তদন্তকারী কর্মকর্তার আবেদনে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত।

গত ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। গত পাঁচ মাস ধরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

জানা গেছে, চিন্ময়কাণ্ডে কোতোয়ালি থানায় দায়ের হওয়া চারটি মামলার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে খুনের একটি এবং পুলিশের কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলার অভিযোগে আরও তিনটি মামলা রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত