বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
‘ছেলেবন্ধুকে’ বিয়ে করতে না পেরে কলেজছাত্রের আত্মহত্যা
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৫:২০ PM
ছেলেবন্ধু বিয়ের দাবি প্রত্যাখ্যান করায় বিষপানে আত্মহত্যা করেছেন বরগুনার এক কিশোর। গত সোমবার দিনগত রাত ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, বিষপানকারী কিশোর এবং অপর কিশোর উভয়েই বরগুনার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পরিচয়ের সূত্রে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। তবে বন্ধুত্বের সম্পর্কের একপর্যায়ে বামনার কিশোর বিয়ের দাবি জানালে মঠবাড়িয়ার কিশোর তা প্রত্যাখ্যান করে এবং ফেসবুক থেকে তাকে ব্লক করে দেয়। 

এতে ক্ষুব্ধ হয়ে গত রোববার দুপুরে কুমিরমারা এলাকায় তার বন্ধুর বাড়িতে গিয়ে ওঠে বামনার ওই কিশোর। সেখানে সে ওই কিশোরের পা ধরে বিয়ের অনুরোধ করে এবং বিষপানের হুমকি দেয়। পরে সেখানে মঠবাড়িয়ার কিশোর প্রস্তাব প্রত্যাখ্যান করলে বাড়ি ফিরে রাতেই বিষপান করে বামনার কিশোর।

গুরুতর অবস্থায় ওই কিশোরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বাড়িতে ভয়ভীতি দেখানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয় মঠবাড়িয়ার কিশোর।

মঠবাড়িয়ার ছেলেটি বলে, ‌‌‘সে বারবার প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আমাকে মানসিকভাবে হয়রানি করে আসছিল। রোববার সে আমাদের বাড়িতে এসে আমার পা জড়িয়ে ধরে বিয়ে করার অনুরোধ জানায় এবং বিষের বোতল নিয়ে বিষপানের হুমকি দেয়। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। বিষয়টি এলাকার অনেকেই জানে।’

মৃত কিশোরের মা বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে আমার ছেলে মারা যায়। পরে সকালে আমরা ওর মরদেহ বাড়িতে নিয়ে যাই। এরপর পুলিশ এসে ময়নাতদন্তের জন্য ওর মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে গেছে। আমরা পোস্টমর্টেম করতে চাইনি। তারপরও পুলিশ মরদেহ নিয়ে গেছে।’

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, নিহত কিশোরের বাবা প্রবাসী। তার মা তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে দাবি করেছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত