বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উদযাপিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৯:২৪ PM
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের প্রাচীনতম এবং প্রকৌশলীদেরএকমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘ইঞ্জিনিয়ার্স ডে’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

বুধবার (৭ মে) সকালে আইইবি চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের উদ্যোগে গণপূর্ত দফতর প্রাঙ্গণ থেকে একটি র‌্যালির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সেখান থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব, নেসকোর বিক্রয় ও বিতরণ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আলিউল আজিম, নেসকো-২ এর নির্বাহী প্রকৌশলী মো. সেলিম রেজা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত সরকার, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শহিদুজ্জামান, সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. সাওন ইসলাম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রবিউল ইসলাম খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ফজলে রাব্বী ও নেসকো-১ এর সহকারী প্রকৌশলী মুনিম হোসেন।

সভায় বক্তারা প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত