মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
মাগুরায় নারী সমাজসেবা কর্মীর রহস্যজনক মৃত্যু
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৭:২০ PM
মহম্মদপুরে সমাজসেবা অফিসের সমাজকর্মী পাপিয়া দত্ত (৩০) নামে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে সরকারি বাসভবণের একটি কক্ষে গলায় ওড়না প্যাচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

পাপিয়া দত্ত মাগুরার মহম্মদপুরে সমাজসেবা অফিসে শিশু সুরক্ষা প্রকল্পের একজন সমাজসেবা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, পাপিয়া দত্তের স্বামীর নাম মিঠুন ধর। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে খুলনায় কর্মরত আছেন। তাদের ৮/১০ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মেয়েটি তার বাবার সাথেই খুলনা থাকেন বলে জানান স্থানীয়রা।

রবিবার রাতে আনসার ভিডিপির সদস্য স্বপ্না দত্ত তার কক্ষে খোজ নিতে গিয়ে দেখেন বিছানায় তার মৃত দেহ পড়ে আছে। পরে তিনি লোকজনকে খবর দেন। সবাই এসে পুলিশ খবর দেয়।

এ ঘটনায় মহম্মদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রব জানান, পাপিয়া দত্ত কিভাবে মারা গেছে এবিষয়ে এখনো কিছু জানা যায়নি। তিনি উপজেলা পরিষদ ভবণের অভ্যন্তরে সরকারিভাবে পরিচালিত কর্মজীবী মহিলা হোস্টেলের নিচ তলার একটি কক্ষে একা থাকতেন। পুলিশ সোমবার লাশটির ময়নাতদন্তের জন্য মাগুরার মর্গে প্রেরণ করেছেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে-পরিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তদন্ত চলছে মারা যাওয়ার বিষয়ে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত