প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার সাম্প্রতিক জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১ জুন) বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘‘মাতারবাড়ি প্রকল্পে জাপান বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে। প্রায় ২৯ মিলিয়ন ডলারের প্রকল্পে জাপান প্রধান অর্থদাতা হিসেবে থাকবে। তারা এই প্রকল্পে মাস্টার প্ল্যানেও সহযোগিতা করবে।’’
তিনি আরও বলেন, সফরের মাধ্যমে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ অনেকটাই বেড়েছে। জাপানের মূল বিনিয়োগ সংস্থা জেটপো (JETRO)-র সঙ্গেও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক সাড়া দিয়েছে।
শ্রমবাজার সংক্রান্ত বিষয়ে প্রেস সচিব জানান, জাপান আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ কর্মী নিতে চায়। এই বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। কর্মী পাঠানো নিয়ে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে এবং দেশটিতে ভিসা জটিলতা দূরীকরণ নিয়েও কথা হয়েছে।
তিনি বলেন, ‘‘জাপানে প্রবাসী কর্মী পাঠানোর পথ আরও সহজ করতে উভয় দেশ কাজ করবে। এতে বাংলাদেশের অর্থনীতি এবং কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।’’
এ সফর বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন মাত্রা তৈরি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রেস সচিব।