গাজীপুরের টঙ্গীতে ইজিবাইকের ধাক্কায় রাতুল (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মোল্লার গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাতুল টঙ্গী পূর্ব থানাধীন গাজীবাড়ী পুকুড়পাড় এলাকার বাবুর ছেলে। তিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেল যোগে টঙ্গী থেকে পূবাইলের দিকে যাচ্ছিলেন রাতুল। এসময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাতুল।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: ওয়াহিদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।