গাজীপুরের শ্রীপুর উপজেলায় ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে মো. জুবায়ের আহমেদ বাচ্চু (৪৫) নামের এক জামায়াত নেতার ওপর মুখোশধারী দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে প্রহলাদপুর ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জুবায়ের আহমেদ বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রহলাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি। তিনি দীর্ঘদিন ধরে ভিটিপাড়া পূর্বপাড়া মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের আযান দিতে বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হন জুবায়ের আহমেদ। পথে পোতাবাড়ি এলাকার মুক্তিযোদ্ধা কফিলউদ্দিনের স্কুলের সামনে পৌঁছালে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মো. জামাল উদ্দিন এবং জেলা আমির ডা. মো. জাহাঙ্গীর আলম এক যৌথ বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, “মাওলানা জুবায়ের একজন সুপরিচিত আলেম ও সমাজে সম্মানিত ব্যক্তি। তার ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় ও অন্যায়।” নেতারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”