সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভাপতিত্ব করেন।
তিনি বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। তাঁদের আদর্শেই আমরা সাম্যের, ন্যায়ের এবং বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারি।”
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, জেলা জামায়াতে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) মোঃ সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা আহবায়ক আরাফাত হোসেনসহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই দিবস আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা ও অধিকার আদায়ের সংগ্রামে আত্মত্যাগ কখনো বৃথা যায় না।”