‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ’ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি খুলনাতে অনুষ্ঠিত হয়েছে।
২৪ এর জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তীতে মাসব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আজ শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে দুটি পর্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার শহীদ সাকিব রায়হানের গর্বিত জননী নুরুন্নাহার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভাগীয় সমাজসেবা পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জেলা সমাজসেবা উপপরিচালক কানিজ মোস্তফা, জেলা মহিলা বিষয়ক উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা প্রমুখ।
প্রথম পর্বে ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানের সাথে ভার্চয়ালি সারাদেশের সকল জেলা ও উপজেলাকে যুক্ত করা হয়। কেন্দ্রীয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। উপদেষ্টার সাথে সারা বাংলাদেশে একযোগে সকল জেলা ও উপজেলায় লাখো কন্ঠে শপথ পাঠ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশের অবহেলিত, অসহায়, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে বহুমুখী সামাজিক নিরাপত্তা সেবা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নতুন বাংলাদেশে এসব সেবা কার্যক্রম আরও কিভাবে গতিশীল ও জনবান্ধব করা যায় সে বিষয়ে আজকে আলোচকগণ আলোচনা করেন।
এতে আলোচনা করেন, জুলাই কন্যা রুমি রহমান, লামিয়া ইসলাম লাম, সামসুন্নাহার নিশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি-সাইফ নেওয়াজ, শামীম হোসেন খান, যোবায়েদ শেখ সম্রাট রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপির শফিকুল আলম তুহিন, জামায়াতে ইসলামীর মাহফুজুর রহমান, গণ অধিকার পরিষদের শেখ রাশিদুল ইসলাম, বাংলাদেশ লেবার পাটির এএসএম সাইফুদ্দোহা প্রমুখ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা সমাজসেবা উপপরিচালক কানিজ মোস্তফা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।