রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
‘আবু সাঈদ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ নয়’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৭:৪০ PM
গণআন্দোলনের প্রথম শহীদ হিসেবে ছাত্রদলকর্মী ওয়াসিম আকরামের নাম সামনে এনেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সময়ের হিসাবে আবু সাইদের আগে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওয়াসিম।

আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে নগরের জিইসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

চট্টগ্রাম সিটি মেয়র বলেন, আমি শহীদ আবু সাইদের অবদান কখনোই অস্বীকার করি না। তবে ঘটনার নিরিখে যদি সময় অনুযায়ী বিচার করি, তাহলে প্রথম শহীদ হচ্ছেন ছাত্রদলের ওয়াসিম আকরাম। তিনি ১৬ জুলাই বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আর আবু সাইদের মৃত্যুবরণ করেছেন রাতে।

তিনি বলেন, ওয়াসিম আকরাম আন্দোলনের একজন সাহসী সৈনিক ছিলেন। মৃত্যুর কিছুক্ষণ আগেই মুরাদপুরে গিয়ে তিনি আন্দোলনের ছবি আমার ইনবক্সে পাঠান। তার সঙ্গে আরও কয়েকজন ছাত্রদল কর্মী ছিলেন। সেই ছবি আজও আমার কাছে আছে। আমরা যখন কারাগারে ছিলাম, তখন ব্যক্তিগত কোনো কারণে নয়, আন্দোলনের কারণে ছিলাম। এসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও সেখানে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে মেয়র বলেন, ওই অনুষ্ঠানে শহীদ ওয়াসিম আকরামের কোনো ছবি বা নাম ছিল না। আমি তখনই বলেছি যেখানে শহীদ ওয়াসিম নেই, আমি সেখানে যাই না। ইতিহাস বিকৃতি আমি মেনে নিতে পারি না।

তিনি আরও জানান, শহীদ ওয়াসিমের নামে নগরে একটি ফ্লাইওভারের নামকরণ করা হয়েছে এবং ‘ওয়াসিম চত্বর’ নামে একটি স্মৃতি-স্বরূপ স্থাপনাও হচ্ছে। ওয়াসিমের মতো শহীদদের স্মৃতি ধরে রাখাটাই আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত