রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
মাগুরায় বিএনপির মতবিনিময় সভা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৭:২৭ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ মাগুরা ইউনিটের আয়োজনে আজ শনিবার বিকালে কুল্লিয়া কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় কুচিয়া মোড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোহাম্মদ নওশের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয়  বিএনপি'র ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। মতবিনিময় সভায় বক্তব্য  রাখেন জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক এডভোকেট রোকনুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাক আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব ফেরদৌস রেজা, দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সদস্য মোঃ রুহুল আমিন, কুচিয়ামোড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সদস্য সচিব বাদশা মিয়া, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, কুচিয়ামোড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র  যুগ্ম আহবায়ক অজয় সরকার, শালিখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুর রহমান, মোহাম্মদপুর যুবদলের সদস্য তরিকুল ইসলাম তারা প্রমুখ। মতবিনিময় সভায় কুচিয়ামোড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকমী উপস্থিত ছিলেন। 

সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে  ছিলাম। এ সময় বিএনপি বিভিন্ন স্তরের নেতা কর্মীরা হয়েছে হয়রানি, হাজার হাজার নেতা কমীর নামে হয়েছে মিথ্যা মামলা। শুধু মিথ্যা মামলা দিয়েই ফ্যাসিস্ট সরকার খ্যান্ত হয়নি, অনেকে করেছে তারা গুম। এখন সময় এসেছে আমাদের প্রতিবাদ করার। আপনারা সবাই বিএনপিকে সহযোগিতা করুন আমরা যেন আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত