রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
ঘাটাইলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৭:৩১ PM
টাঙ্গাইলের ঘাটাইলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। 

শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কেন্দ্রীয় পর্যায়ে ঢাকার ওসমানী মিলনায়তনে অনুষ্ঠান প্রজেক্টের মাধ্যমে পরিবেশন করা হয়। স্থানীয় সচেতন মহল, ছাত্র, শিক্ষক, আপামর জনসাধারণ কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে প্রজেক্টের মাধ্যমে একাত্মতা প্রকাশ করে শপথ বাক্যে পাঠ করেন। একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার নিয়ে ঘাটাইলবাসী আজ থেকে এই আলোর যাত্রায় পরিবর্তনে অংশ নিয়েছে।

এ সময় উপস্থিত আপামর জনসাধারণ কে কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে সুর মিলিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ শপথ বাক্যে পাঠ করান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল হান্নান সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী সীল, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা মারিয়া আক্তার, নুজাত তাবাসসুম বুশরা, তাহমিনা সুমি প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন, ঘাটাইলবাসী সকলকে নিয়ে দারিদ্রমুক্ত সহিংসতা মুক্ত মানবিক ও সাম্যের ঘাটাইল গড়তে চাই। আজ থেকে এই আলোর যাত্রায় আমরা পরিবর্তনের অংশ হলাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত