মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ ১৪ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫
টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিএনজি চালকের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:৪৬ PM
গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজিদুল ইসলাম মণ্ডল (২৭) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে টঙ্গীর খরতৈল ব্যাংক পাড়া এলাকায় জনৈক সোহেলের গ্যারেজে এই ঘটনা ঘটে। 

নিহত সাজিদুল ইসলাম মন্ডল জামালপুরের বকসিগঞ্জ উপজেলার বুমেলিবাড়ি এলাকার মৃত মধু মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় বসবাস করে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতভর সিএনজি চালিয়ে সকাল সাতটার দিকে গ্যারেজে গাড়ি জমা দিতে ঢুকেন সাজিদুল। এসময় গ্যারেজের ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত