গতকাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে কর্তব্যরত আনসার সদস্যরা এক ভুয়া ডাক্তারকে আটক করে। আটককৃত ভুয়া ডাক্তারের নাম মো. মহিন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শেবাচিম হাসপাতালের ৩য় তলার মেডিসিন ওয়ার্ডে মোঃ মহিন (২০) নামের ওই ব্যক্তি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সেবাপ্রত্যাশী রোগীর স্বজনদের বিভিন্ন টেস্ট করানোর কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ সময় কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে সে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীর স্বজনদের সাথে প্রতারণার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে আনসার সদস্যরা আটককৃত ভুয়া ডাক্তারকে পুলিশের নিকট সোপর্দ করে।
এপিসি হাসান বলেন, গত (বুধবার) শেবাচিম হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের তৎপরতায় এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরবর্তিতে তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, শেবাচিম হাসপাতালে সর্বদা রোগীদের ভোগান্তি লাঘব ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যগণ সচেতনতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।