শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে দেয়াল ধসে পিতা-পুত্রের মৃত্যু
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:৪৮ PM আপডেট: ২১.১১.২০২৫ ৮:৫৮ PM

নরসিংদীতে ভূমিকম্পের সময় দেয়াল ধসে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দেয়াল ধসে পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার ১০ বছরের শিশুপুত্র ওমর মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। 

সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই ঘটনায় দেলোয়ার হোসেন উজ্জ্বলের দুই কন্যা গুরুতর আহত হয়ে বর্তমানে নরসিংদী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চাকরির কারণে দেলোয়ার হোসেন উজ্জ্বল স্ত্রী-সন্তানসহ নরসিংদীর একটি ভাড়া বাসায় থাকতেন। ভূমিকম্পের সময় বাসার পাশের দেয়াল ধসে তারা চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করেন।

মর্মান্তিক এ ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে শোকের ছায়া নেমে এসেছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত