শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
সাঁথিয়ায় এনসিপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:২৯ PM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-১ সাঁথিয়া আসনে গণসংযোগ করেছেন এনসিপি মনোনয়নপ্রত্যাশী মোঃ রিফাত বিন আলম। 

বৃহস্পতিবার রাতে সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইল হাট তার নিজ গ্রামে একটি নির্বাচনী অফিস উদ্ভোদন এবং গণসংযোগ করেন তিনি।

নির্বাচনী অফিস ঊদ্বোধন এবং গণসংযোগে বক্তব্য দেন পাবনা-১ সাঁথিয়া আসনের এনসিপি মনোনয়নপ্রত্যাশী মোঃ রিফাত বিন আলম, সাঁথিয়া উপজেলা এনসিপির প্রস্তাবিত সভাপতি মোঃ বকুল হোসেন, সাঁথিয়া উপজেলা এনসিপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সহ আরো অনেকেই। তারা বলেন, দলীয় সিদ্ধান্তই চুড়ান্ত। দল যাকে মনোনয়ন দিবে তাকেই আমরা ভোট দেব।

এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির প্রধান কার্যালয় থেকে পাবনা-১ সাঁথিয়া আসনের দলীয় মনোনয়ন ফর্ম তুলেছেন মোঃ নাজমুল হোসেন এবং মোঃ রিফাত বিন আলম। তৃণমূল এবং কেন্দ্র থেকে ওবায়দুল হক রবির নামও শোনা যাচ্ছে। 

গণসংযোগকালে মোঃ রিফাত বিন আলম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমি আপনাদের পাশে থাকতে চাই। ক্ষমতায় গেলে এলাকা আধুনিকীকরণ, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কোনো হিংসার রাজনীতি করবে না। আমরা একে অপরের বন্ধু এবং ভাই। সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে বলে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

এসময় তিনি এনসিপির নির্বাচনী প্রতীক "শাপলা কলি" মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে স্থানীয় এনসিপির নেতাকর্মী, সাধারণ মানুষসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত