টঙ্গীতে ভূমিকম্প আতঙ্কে কারখানা থেকে বের হতে গিয়ে দুইটি পোশাক কারখানার প্রায় দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প চলাকালিন সময় টঙ্গীর বিসিক এলাকার ফ্যাশন পালস লিমিটেড ও পিনাকি এ্যপারেলস নামক দুইটি কারখানায় এ ঘটনা ঘটে।
অপরদিকে একই ঘটনায় আতঙ্কিত হয়ে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ৩০ জন বন্দী শিশু আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
কারখানা শ্রমিকরা জানান, জরুরী রপ্তানির কারণে সাপ্তাহিক ছুটির দিনেও কারখানা চালু ছিল। ভূমিকম্প শুরু হলে কারখানার প্রায় সকল শ্রমিক একসাথে বেরিয়ে আসতে তাড়াহুড়ো করতে থাকলে হুড়োহুড়িতে বেশ কিছু শ্রমিক আহত হয়। এছাড়াও আতঙ্কিত হয়েও অনেকে অসুস্থ হয়ে পরেন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই কয়েকশ শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কয়েকজন শ্রমিককে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমে কথা বলতে রাজি হন নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) শাখার (সহকারী পরিচালক) তত্ত্বাবধায়ক ইমরান খান বলেন, ভূমিকম্প চলাকালীন সময় আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ৩০ জন বন্দী পদদলিত হয়ে আহত হয়। আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া কিছু আহতকে শিশু উন্নয়ন কেন্দ্রের নিজস্ব চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।