সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
১০ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৩:০১ PM
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তার সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারদেরকে চিকিৎসার জন্য বিদেশে না যেয়ে দেশে উন্নত স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সুবিধা গ্রহনে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্য নিয়ে বিজিএমইএ আজ ৯টি স্বনামধন্য হাসপাতাল ও ১টি ডায়াগনস্টিক সেন্টারসহ মোট ১০টি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিজিএমইএ এর সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের নির্ভরশীল পরিবারের সদস্যরা এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো থেকে বিশেষ ছাড়কৃত মূল্যে (ডিকাউন্ট রেট) উন্নত চিকিৎসা ও ডায়াগনস্টিক পরিষেবা গ্রহণ করতে পারবেন।

উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ম সহ-সভাপতি সেলিম রহমান,সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মোঃ হাসিব উদ্দিন, পরিচালক নাফিস- উদ- দৌলা, পরিচালক এনামুল আজিজ চৌধুরী এবং উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

উল্লেখ্য যে ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে বিজিএমইএ এর সমঝোতা স্মারক স্বাক্ষর এবং অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন বিজিএমইএ এর পরিচালক শাহ রাঈদ চৌধুরী।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করা প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেড, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ল্যাবএইড গ্রুপ লিমিটেড, ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড,শমরিতা হসপিটাল লিমিটেড, ইউনাইটেড হসপিটাল লিমিটেড এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড।

বিজিএমইএ এর পক্ষ থেকে সভাপতি মাহমুদ হাসান খান সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন।

প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেড এর চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান চৌধুরী; ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর হেড অব মার্কেটিং হাদিউল করিম খান; তিনটি প্রতিষ্ঠান- ল্যাবএইড গ্রুপ, ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে ল্যাবএইড গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার শরীফ মোহাম্মদ আবিদ; পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড হেড, মানবসম্পদ ও প্রশাসন বিভাগ অচিন্ত্য কুমার নাগ; প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড এর সিইও মোহাম্মদ আব্দুল মতিন ইমন; শমরিতা হসপিটাল লিমিটেড এর কনসালটেন্ট ও সিইও ডাক্তার সাইফুদ্দিন আহমেদ সজিব; ইউনাইটেড হসপিটাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মালিক তালহা ইসমাইল বারি; ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এর সিইও মোহাম্মদ ফাইজুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ঘোষণা করেন যে, বিজিএমইএ পোশাকখাতের শ্রমিক ভাইবোনদের সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য গাজীপুর/আশুলিয়া অঞ্চলে একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। তিনি জানান, দেশের শীর্ষস্থানীয় হাসপাতাল ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলো এর পরিচালনায় থাকবে। এই উদ্যোগেরই প্রাথমিক ধাপ হিসেবে আজ এই স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হলো।

স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ এর পরিচালক শাহ রাঈদ চৌধুরী। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ পোশাক খাতের উদ্যোক্তাদের জন্য একটি স্বস্তিদায়ক ভবিষ্যৎ নিশ্চিত করবে।

বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদ সমঝোতা স্মারক স্বাক্ষরকারী হাসপাতালগুলোকে বিজিএমইএ সদস্যদের জন্য পরিষেবা গ্রহণ প্রক্রিয়া সহজ করতে হাসপাতালগুলোতে একটি বিশেষ 'হেল্প ডেস্ক’  খোলার আহবান জানান।

স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়, দেশের পোশাকখাতের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। তারা দেশের স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধশালী করার জন্য এখাতে বিনিয়োগের জন্য বিজিএমইএ নেতাদের প্রতি আহবান জানান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত