নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, হাবিপ্রবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
আজ রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নূর হোসেন হল মাঠে আয়োজিত এই ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ক্যাম্পে মানসিক স্বাস্থ্য, গাইনী, চর্ম ও যৌন রোগ, চোখ, দাঁত এবং সাধারণ চিকিৎসাসেবা প্রদান করেন ছয়জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল এবং গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে আগত চিকিৎসকরা সরাসরি শিক্ষার্থীদের পরামর্শ দেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন উদ্যোগ গ্রহণ করা হবে।
ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ক্লাস ও পরীক্ষার ব্যস্ততার মাঝে এমন একটি স্বাস্থ্যসেবা কার্যক্রম তাদের জন্য অত্যন্ত সহায়ক। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিয়মিত এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।