নীলফামারীর সৈয়দপুরে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গী গগণপাড়া এলাকার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সবিতা রানী (২৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সবিতা রানী ওই এলাকার নিখিল চন্দ্র রায়ের স্ত্রী। পুলিশ উদ্ধারকৃত লাশের ময়না তদন্তের জন্য সোমবার নীলফামারী মর্গে পাঠিয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানান,পরিবারের সদস্যরা নিহত সবিতা রানীর ঝুলন্ত মরদেহ শয়নকক্ষে দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।