বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
সিলেট সীমান্তে ভারতীয় পেঁয়াজ জব্দ
সিলেট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২:৩১ PM

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে ৩০ হাজার কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ। 

বিজিবি জানায়, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ফেসওয়াস, হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল ও বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা আটক করে। 

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার  চিকনাগুল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় পিয়াজসহ তিনটি গাড়ী আটক করে। গতরাতে পরিচালিত সকল অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকা। 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার রোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ এবং সীমান্ত এলাকায় কঠোর অভিযান অব্যাহত রয়েছে। জাল টাকা কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা রোধে অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। আটককৃত পিয়াজ এবং অন্যান্য চোরাচালানী মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত