শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার সহযোগী আসামি ছাত্রদল নেতা মো. ফজলু (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে রাজধানী ঢাকার আদাবর এলাকা থেকে নকলা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ফজলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নকলা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার মামলার সহযোগী আসামি ফজলুকে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে অস্বীকৃতি জানানোয় উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মোরসালিন মেহেদীকে মারধর করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী উপজেলা ছাত্রদলের সদস্য মো. ফজলু (৩২)।
ঘটনার পরদিন রাতে কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী ওই দু’জনকে আসামি করে নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরদিন ৬ নভেম্বর রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।