বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
লাকসাম-মনোহরগঞ্জে চাঁদাবাজদের ঠাঁই হবে না: আবুল কালাম
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৩৩ AM আপডেট: ১৩.১১.২০২৫ ১০:৪০ AM

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম বলেছেন, বিএনপি আমাকে লাকসাম-মনোহরগঞ্জের মানুষের সেবক হিসেবে মনোনীত করেছে। আমি এই দুই উপজেলার মানুষের অতন্দ্র প্রহরী হয়ে থাকতে এসেছি। আমি জয়ী হতে পারলে লাকসাম-মনোহরগঞ্জে কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না। কোনো টেন্ডারবাজ, কোনো দখলদার থাকবে না। 

বুধবার সন্ধ্যায় লাকসামের নিজ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আবুল কালাম বলেন, অতীতে সাবেক মন্ত্রী তাজুল ইসলামের লোকদের চাঁদাবাজি, দখলদারিত্বে অতিষ্ঠ ছিল এই দুই উপজেলার মানুষ। লাকসাম ও মনোহরগঞ্জের মানুষ খুবই শান্তিপ্রিয়। শান্তিপ্রিয় এসব মানুষদের দীর্ঘ দেড় যুগ ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনঠাসা করে রেখেছিল। আমি একজন শান্তিপ্রিয় মানুষ। এই দুই উপজেলায় আমি শান্তির বীজ ছিটিয়ে দিবো।  কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। 

তিনি আরও বলেন, মনোনয়ন ঘোষণার পর কিছু দুষ্কৃতকারী এই জনপদে ভয়ের সংস্কৃতি চালু করতে চাইছে। আমি তাদের হুঁশিয়ার করে বলতে চাই- লাকসাম-মনোহরগঞ্জের মানুষেরা ঐক্যবদ্ধ। এখানে প্রতিটি মানুষ নিরাপদ। আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করলে লাকসাম-মনোহরগঞ্জের মানুষ তাদের ছাড় দিবে না। 

আবুল কালাম আরও বলেন, রাজনৈতি থেকে আমার নেওয়ার কিছু নেই, আমি দিতে এসেছি। এই দুই উপজেলাকে নিয়ে আমার বিভিন্ন পরিকল্পনা রয়েছে। আমি জয়ী হতে পারলে লাকসাম-মনোহরগঞ্জকে উন্নয়নের রোল মডেল বানাবো ইনশাআল্লাহ। সেজন্য এ আসনের মানুষদের কাছে অনুরোধ- আমাকে আপনাদের সেবক হিসেবে গ্রহণ করুন। আপনাদের সুখেদুখে আমাকে পাশে পাবেন সবসময়। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ লাকসাম-মনোহরগঞ্জ গড়ব ইনশাআল্লাহ। 

জামায়াতকে বিশ্বাস করতে নেই উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, একটা দল নিজেদের ইসলামী দল বলে প্রচার করছে। তারা ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বিক্রি করছে। আপনারা তাদের বিষয়ে সতর্ক থাকবেন। এই দলটি ইসলামের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। আপনারা তাদের কথায় বিভ্রান্ত হবেন না। তারা ইসলাম নয়,মূলত ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাদের থেকে দূরে থাকবেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত