বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
সাতক্ষীরায় ‘লকডাউন’ ঠেকাতে রাজপথে জামায়াত-বিএনপি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৬:৫৯ PM

আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই সাতক্ষীরায় রাজপথে অবস্থান নেয় জামায়াতে ইসলামী ও বিএনপি। 

সকাল থেকেই শহরের খুলনা রোড মোড়, নিউ মার্কেট মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে জেলা জামায়াতে ইসলামী। অন্যদিকে, আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের’ অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি।

সকালে নিউ মার্কেট মোড়ে জামায়াতের অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা কর্মপরিষদ ও শহর আমীর সদস্য জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর সেক্রেটারি খোরশেদ আলম, এবং ছাত্র শিবির শহর সেক্রেটারি মেহেদী হাসান। প্রায় ৩০০-র বেশি নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এসময় তারা স্লোগান দেন— ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘গুন্ডারা হুশিয়ার সাবধান’, ‘একশন একশন ডাইরেক্ট একশন’ ইত্যাদি। এরপর খুলনা রোড মোড় থেকে নিউ মার্কেট পর্যন্ত মিছিল করে পথসভা করে তারা।

পথসভায় বক্তা জাহিদুল ইসলাম বলেন, “আওয়ামী সরকারের ১৭ বছরের জুলুম নির্যাতনের প্রতিবাদে জনগণ আজ রাজপথে। ৩৬-এর জুলাই অভ্যুত্থান প্রমাণ করেছে, বাঙালি অন্যায়ের বিরুদ্ধে কখনো নত হয়নি। আওয়ামী লীগের ‘লকডাউন’ ছিল জনগণকে ভয় দেখানোর চেষ্টা, যা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।

সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন-সন্ত্রাস সৃষ্টির অভিযোগ তুলে জেলা বিএনপি নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ, তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। তবে তিনি হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ ও শিশুদেরও ছাড় দেননি — তিনি হত্যা করেছেন। আমরা বলতে চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই।”

একই দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে ‘গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে’ অবস্থান কর্মসূচি পালন করে।

সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ জানিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, সাতক্ষীরায় লকডাউনের কোনো প্রভাব পড়েনি। ব্যবসা-বাণিজ্য, যান চলাচল সবকিছুই স্বাভাবিক আছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শহরের নিউ মার্কেট, বড়বাজার, বাসটার্মিনালসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই দোকানপাট খোলা ছিল ও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত