শনিবার ১৫ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ১৫ নভেম্বর ২০২৫
ফতুল্লায় ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:১৮ AM

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কৃষক দলকে সুসংগঠিত সহ শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন থানা কমিটির নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে নতুন ভাবে ইউনিয়ন কমিটি গুলো গঠন করছে। এবার ফতুল্লা ইউনিয়ন কৃষকদলের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ মোসলেহ উদ্দীন মুসাকে আহবায়ক এবং সোহেল রানাকে সদস্য সচিব করা হয়। 

শুক্রবার রাতে ফতুল্লা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কমিটি অনুমোদন দিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। 

কমিটির অন্যদের মধ্যে রয়েছে সিনিয়র যুগ্ম আহ্ববায়ক জাকির হোসেন জনি, যুগ্ম আহ্বায়ক সাগর বসাক, আহম্মেদ আলী রনি, রেমন রাজিব, মোহাম্মদ শাওন, সদস্যরা হলো মোহাম্মদ ইব্রাহীম, মোঃ সোহাগ, মোঃ মহিদ হোসেন, মোঃ স্বপন। 

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী,  ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, সদস্য সচিব সুমন আহাম্মেদ, সিনিয়র আহবায়ক মো: ইব্রাহিম প্রমুখ।

কমিটি গঠনের বিষয়ে ফতুল্লা থানা কৃষকদলের আহবায়ক জুয়েল আরমান জানান, ফতুল্লা থানা কৃষকদলকে সুসংগঠিত সহ শক্তিশালী করার লক্ষ্যে ফতুল্লা থানাধীন প্রতিটি ইউনিয়নের কমিটি গঠন করা হচ্ছে। ফতুল্লা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আর আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এতে কোন প্রকার বিলম্ব হইলে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত