শনিবার ১৫ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ১৫ নভেম্বর ২০২৫
ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ বোনের, প্রাণ গেল দুজনের
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১:০০ PM আপডেট: ১৫.১১.২০২৫ ২:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে বড় মৌলভী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, আবদুল্লাহ (১) ও জোসনা (৮)। নিহত আব্দুল্লাহ কক্সবাজার পৌরসভার চরপাড়ার ইলিয়াসের ছেলে এবং জোসনা আকতার রামুর গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ির কবির আহমদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ছোট ভাই আবদুল্লাহ বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে বড় বোন জোসনা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুজনে পানিতে তলিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন বলেন, এ বিষয়ে আমি শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত