কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালের নির্দেশে গত শুক্রবার রাতে মশাল মিছিল করেছে হাজারো নেতা-কর্মী ও সমর্থকরা।
এরই ধারাবাহিকতায় গত কিছুদিন আগে শেখ মজিবুর রহমান ইকবাল এর কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল, সরারচরে কয়েক মিনিট ট্রেন অবরোধসহ চারদিনের কর্মসূচী শেষ করেন।
গত শুক্রবার রাতে মশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মথুরাপুর মোড়ে এসে শেষ করেন। পরে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, যে ব্যক্তিটি গত ২৫ বছর ধরে বাজিতপুর-নিকলী নেতাকর্মীদের আওয়ামী ফ্যাসীবাদের সময় জেল, জুলুম, অত্যাচার থেকে রক্ষা করেছেন। তিনি বলেন, এ আসন শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া আর কিছুই ভাবা যায় না। তিনি আরো বলেন, এ আসন নিয়ে তারা কঠিন আন্দোলনের ঘোষণা দেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, কৈলাগের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, উপজেলা যুব দলের সভাপতি মোস্তফা আলী জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার আহম্মেদ শামীম, যুব নেতা শেখ রাফিদ রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী আহসান সবুজসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।