শনিবার ১৫ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ১৫ নভেম্বর ২০২৫
শেরপুরের সীমান্তে বিজিবির হাতে ভারতীয় মদসহ আটক ১
শেরপুর,জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৩৮ AM

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন গোমরা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করার সময়। বিজিবির টহল দল এর কাছে বিপুল পরিমান ভারতীয় মদসহ একজন আটক। 

১৪ নভেম্বর রাত ২ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করেন সীমান্তরক্ষী বিজিবি, গোমড়া এলাকার শাহ জালালের পুত্র মোঃ আক্তার মিয়া (৩০)কে আটক করেন, তার কাছ থেকে ২৫৮ বোতল ভারতীয় মদ এবং ১টি ইনফিনিক্স মোবাইল পাওয়া যায়। আটককৃত মাদকদ্রব্য ও মোবাইলের সিজার মূল্য ৪,১৩,০০০/- (চার লক্ষ তেরো হাজার) টাকা। বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত