রবিবার ১৬ নভেম্বর ২০২৫ ২ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ১৬ নভেম্বর ২০২৫
বেনাপোল সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশিকে দেশে ফেরত
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ২:৩০ PM

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টায় যশোরের বেনাপোল রঘুনাথপুর সীমান্তে রঘুনাথপুর বিওপি ও ভারতের পেট্রাপোল ক্যাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী নিশ্চিত করেছেন।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন রঘুনাথপুর বিওপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান, এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পেট্রাপোল ক্যাম্পের এএসআই প্রবীণচান্দ। বৈঠক শেষে বিএসএফ ১৫ জন নারী, পুরুষ ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করে।

হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছে সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকার বাসিন্দারা। বিজিবি জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও অন্যান্য কাগজপত্র যাচাই করে তাঁদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, গত ৩–৪ বছর ধরে কলকাতায় বসবাস করছিলেন এবং কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

হস্তান্তরকৃতদের রঘুনাথপুর বিওপি প্রাথমিক নথি যাচাই শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত