শিবালয়ে বিআইডব্লিউটিসির পদোন্নতি প্রাপ্ত নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান এবং ব্যবস্থাপক হিসাব মোহাম্মদ বাদশা খান কে সংবর্ধনা দেয়া হয়েছে।
গত শনিবার বিকেলে উপজেলার পাটুরিয়া ঘাটে অবস্থিত পদ্মা রিভারভিউ হোটেল এন্ড রেস্টুরেন্ট এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিআইডব্লিউটিসি মানিকগঞ্জ কল্যাণ সমিতি, আরিচা-পাটুরিয়া সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইন্জিনিয়ার মো. আ: মান্নান, সাধারণ সম্পাদক মো. তারা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলাল।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন,আলমগীর হোসেন, সিদ্দিক মিয়া, কবির হোসেন, ফারুক হোসেন ও হারুন প্রমুখ। অনুষ্ঠান শেষে পদোন্নতি প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ ।