গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে সংঘটিত এই হামলায় কেউ হতাহত না হলেও ব্যাংকের সাইনবোর্ড ও ভেতরে থাকা কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
গ্রামীণ ব্যাংক মাওনা বাজার শাখার ব্যবস্থাপক রেহেনা বেগম জানান, প্রতিদিনের মতো ওই রাতেও বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী ব্যাংকে অবস্থান করছিলেন। ঠিক সে সময় সাত-আটজন যুবক হঠাৎ করেই পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে।
এর মধ্যে একটি সীমানা প্রাচীর টপকে ব্যাংকের ভেতরে গিয়ে পড়ে এবং বাকি দুটি বাইরে বিস্ফোরিত হয়। আগুনে ব্যাংকের সাইনবোর্ড, জানালার কিছু অংশ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, দুর্বৃত্তরা যেকোনো পরিবহন ব্যবহার করে ঘটনাস্থলে এসে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। পরিকল্পিতভাবে বড় ধরনের ক্ষতি করার চেষ্টা থাকলেও তা হয়নি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।