সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক পলাতক সুজিত সরকার নামের আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ছিল তার বিরুদ্ধে ।
সোমবার রাত ৯টা ৫৫ মিনিটে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার চানপুর মাদ্রাসা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মনিবুর রহমানের দিকনির্দেশনায়, চৌকস পুলিশ অফিসার(এসআই) বিকাশ সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি হলেন, সুনামগঞ্জের মধ্যনগর থানার ঘাসী গ্রামের মৃত সতীশ চন্দ্র সরকারের ছেলে সুজিত চন্দ্র সরকার (৪৮)।
পুলিশসূত্রে জানাগেছে, ২০১৩ সালে কলমাকান্দা থানায় দোকানঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের এ রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।