সাভারের আশুলিয়ায় এবার সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি কাঁচামাল বোঝাই পিকআপ ভ্যানের আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এসময় আগুনে পিকআপ ভ্যানে থাকা কিছু রসুন, পেঁয়াজ পুড়ে গেলেও পিকআপটির তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বগাবাড়ি এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও পিকআপের চালক জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিভিন্ন ধরনের সবজি ও মশলা বোঝাই পিকআপটি সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে বাসায় যান চালক। এদিকে মঙ্গলবার ভোরে পিকআপটিতে থাকা মালামালের ওপর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন দেখতে পেয়ে নিজস্ব উদ্যোগে দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, অগ্নিসংযোগের চেষ্টা বলা যেতে পারে। দুই দুর্বৃত্তকারি আগুন দেওয়ার চেষ্টা করলে। পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।