স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী হত্যার বিচারের দাবীতে আজ মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী কালিয়াকৈর থানা গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে উপস্থিত নিহতের পরিবারসহ এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, খোকনের স্ত্রী তানজিন আক্তার স্থানীয় উৎস নামের এক ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে খোকন ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। এরই জেরে খোকনকে পরিকল্পিতভাবে হত্যা করে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খোকনের স্ত্রী তানজিন আক্তার।
উল্লেখ্য গত ১০ নভেম্বর রাতে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয় এবং খোকন অসুস্থ হয়ে পড়লে তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। লাশে গায়ে হাতের মাঝে আটটি সুচ ফোটানোর চিহ্ন ও পেটের মাঝে আঘাতের চিহ্ন এবং পায়ের হাটুর মধ্যে চামড়া ছোলার চিহ্ন পাওয়া যায়।
১১ নভেম্বর তার জানাজার শেষ হওয়ার পর পরই তানজিম ও তার প্রেমিক উৎসের পরকিয়া সম্পর্কিত কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয় তার প্রেক্ষিতে পরিবারসহ এলাকাবাসী দাবি খোকনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আসছিলেন সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার এ মানববন্ধনের আয়োজন করেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত খোকনের বৃদ্ধ বাবা মোঃ শাজাহান সরকার, মা কোহিনুর বেগম, তার বড় ভাই মোঃ কামরুল হাসান, স্থানীয় ফালুপলান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিম মাস্টার, স্বাস্থ্য সহকারী নাছির উদ্দিন, স্থানীয় ব্যবসায়ী কুদ্দুস বেপারীসহ অন্যান্যরা।